ভারতে ভিভো টি৩ আলট্রা (Vivo T3 Ultra) ফোন লঞ্চ হয়েছে আজ ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায়। আর লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভোর এই আসন্ন ফোনের বেশ কিছু ফিচার নিশ্চিত করেছে সংস্থা।
যেমন জানা গিয়েছে, ভিভো টি৩ আলট্রা ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও ভিভো ‘টি’ সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। এর পাশাপাশি দেখা যাবে থ্রি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনের দাম (বেস মডেল) ৩৩ হাজার টাকার কম হবে বলে আভাস পাওয়া গিয়েছে।
যেমন ক্যামেরা ফিচার থাকবে ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX921 মেন ক্যামেরা সেনসর থাকবে।
- এই মেন রেয়ার ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত থাকবে।
- মেন রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে চলেছে ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে।
- ভিভো টি৩ আলট্রা ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
- রেয়ার এবং ফ্রন্ট- দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে 60fps (frames per second)- এ।
ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে আর কী কী ফিচার থাকতে পারে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এটি একটি AMOLED স্ক্রিন হতে চলেছে। এখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন। এর পাশাপাশি থাকবে HDR10+ সাপোর্ট।
- ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে চলেছে ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে। এক্সটেন্ডেড র্যাম ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- ভিভো টি৩ আলট্রা ৫জি ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।