আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি-কানির মধ্যে ফোনালাপ হয়েছে। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রিন্স ফয়সাল এবং ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। এই ফোনালাপে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাসহ গত বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যা নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিনি ইরানে ছিলেন। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার পর গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান-সমর্থিত হামাস।
এদিকে হামাসের পক্ষ থেকে হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।