জুমবাংলা ডেস্ক : সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ধরে নিয়ে যাওয়া ৫ বোটের ৫৮ মাঝি-মাল্লাসহ সব জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছেন।
বর্তমানে তারা টেকনাফ কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। জেলেদের ফিরে পেয়ে তাদের স্বজনরা আনন্দে আত্মহারা হয়ে যান। এ সময় সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও কোস্টগার্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ শিকারের সময় মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে নিয়ে যায়।
এর আগে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ কোনারপাড়া এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে ওসমান গনি (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে ৬টি বোটসহ ৬৭ জনকে আটক করে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।