জুমবাংলা ডেস্ক : কাজের পাশাপাশি দেশের সব পরিস্থিতিতেই সরব থাকতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়ে মানুষের পাশে দাঁড়ান তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।
বর্তমানে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও দুর্গতদের সহায়তায় একে অন্যের পাশে থাকার আহ্বান জানালেন ফারুকী।
বুধবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে বন্যাকবলিত এলাকার কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। বর্তমানের ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির সঙ্গে আটাশির ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিলেন এই নির্মাতা।
ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি।
বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বুবলীর, অপু বললেন আল্লাহ সর্বশক্তিমান
জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন। লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।