স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষকে তছনছ করে মাঠে প্রায়ই হ্যাটট্রিক করে থাকেন ফুটবলাররা। হ্যাটট্রিকের পর উদযাপনও হয় বাঁধ-ভাঙা। কিন্তু গতকাল ফুটবল বিশ্ব দেখল ভিন্ন এক হ্যাটট্রিক, তাও আবার ‘পারফেক্ট’ হ্যাটট্রিক! যে হ্যাটট্রিকের পর নেই কোনো উল্লাস, আছে শুধু হতাশা। এমনই এক হ্যাটট্রিক করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের নারী ফুটবলার মিকাইলা মুর।
রবিবার শিবিলিভস কাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুর এমনই এক কাণ্ড ঘটিয়েছেন। প্রথমার্ধের ৩৬ মিনিটের মধ্যে তিনি নিজেদের জালেই তিনবার বল জড়িয়েছেন! যার শুরুটা হয়েছিল পঞ্চম মিনিটে। যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথের ক্রস ছয় গজ বক্সে ডান পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান মুর। এক মিনিট বাদেই আবারো তিনি নিউজিল্যান্ডকে হতাশায় ডুবান। এবার ডান দিক থেকে সোফিয়া হুয়ের্টার ক্রস ডি-বক্সে তার মাথায় লেগে জালে জড়ায়।
এরপর ৩৬ মিনিটে মার্গারেট পুর্সের ছয় গজ বক্সে বাড়ানো বল মুরের বাঁ পায়ে লেগে নিজেদের জাল খুঁজে নেয়। এই গোলের মধ্য দিয়েই হয়ে যায় আত্মঘাতী গোলের ‘পারফেক্ট’ হ্যাটট্রিক (হেডে, বাঁ পায়ে, ডান পায়ে)। এমন হ্যাটট্রিকের পর মুখ দেখাতে পারছিলেন না মুর। ৪০ মিনিটেই তাকে মাঠ থেকে তুলে নেন নিউজিল্যান্ড কোচ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে নিউজিল্যান্ড ম্যাচটি হারে ৫-০ ব্যবধানে। ২৫ বছর বয়সী এই লিভারপুল ফুটবলার নিউজিল্যান্ডের হয়ে ৫০তম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন।
name's Purce, because @100Purcent is always in her bag 👜 pic.twitter.com/GAss2w9txG
— U.S. Soccer WNT (@USWNT) February 20, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।