Views: 193

বিনোদন

আত্মহত্যা করেছেন জাপানিজ অভিনেত্রী আশিনা

বিনোদন ডেস্ক : জাপানের টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শেই আশিনা (৩৬) মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিওতে তার নিজের অ্যাপার্টমেন্টে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় তাকে পায়।


পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। শেই আশিনার এজেন্সি ও টোকিও পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

তবে কেনো এই তরুণ অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয় কোনো তথ্য জানানো হয়নি।

১৯৮৩ সালে জাপানের ফুকুশিমায় আশিনের জন্ম। টিনএজার থাকতেই তিনি সেখান থেকে টোকিও চলে যান। এরপর ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

সেখান থেকে টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেছেন। বহু টিভি সিরিজ ও সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।।


আরও পড়ুন

অভিশাপ দেবেন না মাহি

Shamim Reza

”আমার মা ছিলেন আমার শক্তির উৎস, আমার ভাই আমার গর্ব ছিল”

Shamim Reza

জানি না আদৌ সিনেমা করবো কিনা: মেহ্জাবীন

Shamim Reza

মেয়েকে ধরিয়ে দিতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন ছাপালেন বাবা

rony

নায়িকা পপির ‘সিক্রেট’ ছবি নিয়ে জল্পনা

rony

অপু বিশ্বাস আমাকে মোবাইল চোর বানিয়েছিলো: চিত্রনায়ক মারুফ

rony