বিনোদন ডেস্ক : পাকিস্তানের দর্শকপ্রিয় গায়ক আদনান সামি। শুধু পাকিস্তানেই নয় বরং তার জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআরের যুগে হরহামেশাই বাজতো তার গান। গায়কের কণ্ঠের জাদুতে মুগ্ধ প্রায় সব বয়সের সংগীতপ্রেমীরা। তবে মাঝে অনেক দিন নতুন কোন গান নিয়ে দর্শকদের সামনে দেয়া যায়নি তাকে। এবার আদনান সামির বিস্ফোরক এক মন্তব্যে আলোচনায় উঠে আসলেন তিনি।
এদিকে সম্প্রতি গায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী। ছেড়ে কথা বলার পাত্র নন সামি। কটাক্ষ করে বলেন ‘অশিক্ষিত মূর্খ’।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। পহেলগামের ঘটনার জের ধরে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, ভারত ত্যাগের নির্দেশাসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশরা পর পাকিস্তানের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী সামাজিকমাধ্যমে প্রশ্ন তোলেন এবার আদনান সামির কী হবে’ পোস্টি ঝড়ের গতিতে ভাইরাল হয়। নজর এড়ায়নি জনপ্রিয় সংগীতশিল্পীর। পাল্টা জবাবে সামি বলেন, এই অশিক্ষিত মূর্খটাকে কে বোঝাবে! আমার জন্ম পেশোয়ারে। লাহোরে নয়! আপনি না পাকিস্তানের তথ্যমন্ত্রী ছিলেন? আপনার কাছে দেখছি কোনো তথ্যই নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।