Zoom Bangla news
    Facebook Twitter Instagram
    Zoom Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Zoom Bangla news
    Home » আদার জমিতে কমলা ফলিয়ে তাক লাগালেন বগুড়ার আজিজ প্রামানিক
    অর্থনীতি-ব্যবসা কৃষি বিভাগীয় সংবাদ

    আদার জমিতে কমলা ফলিয়ে তাক লাগালেন বগুড়ার আজিজ প্রামানিক

    November 28, 20223 Mins Read

    জুমবাংলা ডেস্ক: কমলা চাষ করে সফলতার মুখ দেখছেন বগুড়া পৌর এলাকার ১৯ নম্বর ওযার্ডের গোবরধনপুর গ্রামের ফনির মোড়ের আব্দুল আজিজ প্রামানিক।

    যে জমিতে তিনি আদার চাষ করতেন সেই জমিতে এখন শুরু করেছেন কমলার চাষ। পোল্যান্ডে চাকরিরত সফটওয়্যার প্রকৌশলী সন্তানের ইচ্ছায় তিনি দুই বছর আগে কমলা চাষ শুরু করেন।

    কমলার চারা লাগানোর সময় আশেপোশের অনেকে তাকে উৎসাহ দেয়ার বদলে পাগল বলেছে। এ মাটিতে কেমন করে কমলা চাষ হবে এমন প্রশ্ন করেছেন অনেকে। তবে তিনি দেখিয়েছেন কিভাবে সমতল ভূমিতে সুমিষ্ট কমলা ফলাতে হয়। যারা একদিন তাকে পাগল বলে আখ্যায়িত করেছিলেন তারাই এখন কমলার বাগান করতে তার কাছে ছুটে আসছেন। তিনি কমলা চাষের পাশাপাশি কমলার চারাও তৈরি করছেন। বগুড়ার আনাচে কানাচে কমলা চাষ ছড়িয়ে দিতে চান আজিজ।

    প্রায় ২ বিঘা জমিতে নানা জাতের কমলা গাছ লাগিয়েছেন তিনি। গাছে গাছে নয় , যেন কমলা ধরেছে পাতায় পাতায়। কমলার ভারে নুইয়ে পড়েছে গাছ গুলো। পাকা-আধা পাকা কমলায় বাগান এক অপরুপ সাজে সেজেছে। তার বাগানে ২শত গাছে দার্জিলিং, চায়না,মাল্টা ধরেছে। চারা রোপণের দুই বছর পর এবারই গাছে ফল এসেছে। দুই বছর পর কমলা গাছে ফল এসেছে। অনেকে কমলার বাগান দেখতে ,অনেকে কমলা কিনতে আসছেন। কমলাবিক্রি করতে বাজারে নিয়ে যেতে হয় না।বাগানেই বসেই কমলা বিক্রি করেন।

    যারা তাকে নিরুৎসাহিত করেছিল তারাও কমলার চাষ করে স্বাবলম্বী হতে চায়। অনেক শিক্ষিত যুবকও এগিয়ে আসছে। দুই বছর ধৈর্য করে কমলার বাগানের পরিচর্যা গেছেন ভালো ফলাফলে আশায়। ফলও পেয়েছেন হাতে হাতে । শুরুতে কম ফলন পেয়েছেন। কিন্তু আগামী মৌসুমে ফলন বেশি হবে এমনটি জানালেন হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক আব্দুর রহিম। তিনি জানালেন গাছ যত বড় হবে, ফলনও ততো বাড়বে, সুমিষ্ট হবে।

    এ পর্যন্ত তিনি ১৮০ টাকা কেজি দরে ইতোমধ্যে প্রায় ৫ মণ কমলা বিক্রি করেছেন। ৫ মণ কমলা বিক্রি করে ৩০ হাজার টাকা আয় করেছেন। এখনও গাছে যে কমলা আছে তা বিক্রি করে ৫০ হাজার টাকা আয় হবে। শুরুতে কমলা চাষের জন্য তার পুঁজি বিনিয়োগ করতে হয়েছে ৩ লাখ টাকা। গাছের বয়স বাড়লে কমলার ফলন বাড়বে ,ফলও মিষ্টতা বাড়বে বলে জানান হর্টিকাল সেন্টারের কর্মকর্তারা।

    আগামী বছর প্রতিগাছ থেকে ১৫০ থেকে ২০০ কেজি কমলার ফলন পাওয়ার আশা করছেন আব্দুল আজিজ। আগামী বছর শুধু কমলা বিক্রি করে ৩ লক্ষাধিক টাকা আয় করতে পারবেন এমনটি আশা আজিজের। কমলা বাগানে তিনি সাথী ফসলও করছেন। আদা, রশুন,পোঁয়াজ,মরিচ চাষ করেছেন। এ ফসল থেকে আসবে অতিরিক্ত অর্থ। তিনি জানান,এ জমিতে এক সময় শুধু আদা চাষ করতেন।

    আব্দুল আজিজ জানান, তিনি ইউটিউব থেকে চাষ পদ্ধতি শিখে প্রতি গাছে ২ হাজার টাকা খরচ করেছে। আগামী বছর তার বিনিয়োগের সব টাকা উঠে আসবে এবং লাভের মুখ দেখবে।এখন প্রথম অবস্থায় প্রতি গাছে ৩০ /৪০কেজি ফলন এসেছে। আগামী বছর প্রতিগাছে ১৫০/২০০ কেজি ফলন পাবে এমন আশা করছেন। ক্রেতার তার বাগান থেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন।

    তার তার ছেলের অনুপ্রেরণায় দুই বছর আগে চুয়াডাঙ্গা ভারত- বাংলদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে চারাসংগ্রহ করে কমলা চাষ শুরু করেন।
    জেলা হর্টিকালচার সেন্টারের উপ পরিচাক আব্দুর রহিম জানান, অনেকে মনে করেন , পাহাড়ী অঞ্চলে ফল কমলা।অনেকে মনে করে সমতল জমিতে কমলা হয়না। তিনি বলেন, এক্ এক ধরনের কমলা এক এক জমিতে হয়ে থাকে। মাটি ভালো হলে, সঠিক পরিচর্যা হলে ভালো ফলন আসবে আমাদের দেশের মাটিতে। ধীরে ধীরে বগুড়ায় কমলা চাষ বাড়ছে । জেলা এ পর্যন্ত ২ হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। এর মধ্যে চায়না কমলা বেশি।

    তিনি বলেন আব্দুল আজিজের বাগানের কমলা সম্পূর্ণ বিষ মুক্ত ও সুমিষ্ট। গাছের বয়স যতোই বাড়বে ফলের উৎপাদ বাড়বে। ফলও আরো মিষ্টিহবে। এখানে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করা হচ্ছে। কোন কীট নাশক ব্যবহৃত হচ্ছে না। আব্দুল আজিজ জানালেন আগামীতে কমলা বাগান আরো সম্প্রসারিত করার ইচ্ছা আছে। দেশে কমলা চাষ বৃদ্ধি পেলে বিদেশ থেকে আমদানি কমে যাবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।-বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


    bedbug killer
    অর্থনীতি-ব্যবসা আজিজ আদার কমলা কৃষি জমিতে তাক প্রামানিক ফলিয়ে বগুড়ার বিভাগীয় লাগালেন সংবাদ

    Related Posts

    সেমি পাকা ব্যারাক হাউজ হস্তান্তর

    সেনাবাহিনী কর্তৃক বেসামরিক প্রশাসনের নিকট সেমিপাকা ব্যারাকহাউজ হস্তান্তর

    February 8, 2023
    সবচেয়ে দীর্ঘ রানওয়ে

    দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে

    February 7, 2023
    ৫০ হাজার টাকায় ১২ লাখ টাকা সুদ

    ৫০ হাজার টাকায় ১২ লাখ টাকা সুদ দিয়েও বাড়িছাড়া কৃষক পরিবার

    February 7, 2023
    ksrm
    সর্বশেষ খবর

    ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ৭ হাজার ছাড়ালো

    হোয়াটসঅ্যাপে কু প্র স্তাব, এর মাশুল দিতেই হবে বলে হুঁশিয়ারি অভিনেত্রীর

    হোয়াটসঅ্যাপে কু প্র স্তাব; এর মাশুল দিতেই হবে বলে হুঁশিয়ারি অভিনেত্রীর

    সেমি পাকা ব্যারাক হাউজ হস্তান্তর

    সেনাবাহিনী কর্তৃক বেসামরিক প্রশাসনের নিকট সেমিপাকা ব্যারাকহাউজ হস্তান্তর

    বাংলাদেশি ছাত্র গোলাম সাঈদ রিংকু

    ৪০ ঘণ্টা পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে আরেক বাংলাদেশি উদ্ধার

    ভূমিকম্প

    ভূমিকম্পে নিজেকে রক্ষা করবেন যেভাবে

    বাংলাদেশের ‌‘অন্ধ’ হাফেজ তানভির

    মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের ‌‘অন্ধ’ হাফেজ তানভির

    স্মার্টফোনের ব্যাটারি

    যেসব ভুলে তাড়াতাড়ি নষ্ট হয় স্মার্টফোনের ব্যাটারি

    হিরো আলম

    কোটিপতি হওয়ার রহস্য জানালেন হিরো আলম

    islam

    শিশুর জিদ দূর করার আমল

    ‘পাঠান’

    ‘পাঠান’ ছবি নিয়ে উল্টো সুর অনুপম খেরের






    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2023 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.