Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আদি টমেটোর প্রেমে পড়ে আলুর জন্ম: গবেষণা
প্রযুক্তি ডেস্ক
কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি

আদি টমেটোর প্রেমে পড়ে আলুর জন্ম: গবেষণা

প্রযুক্তি ডেস্কSoumo SakibAugust 7, 20253 Mins Read
Advertisement

বাঙালির আদি খাদ্যতালিকায় আলুর যে কোনো স্থান ছিল না, তা একরকম নিশ্চিত ইতিহাসবিদরা। মাত্র কয়েকশ বছর, মানে ১৭ শতকের শুরুর দিকে পর্তুগিজ নাবিকদের মাধ্যমে ভারত অঞ্চলে আসে দক্ষিণ আমেরিকার পেরুসংলগ্ন আন্দিজ পর্বতমালা এলাকার কন্দজাতীয় এই সবজি। অথচ কালের বিবর্তনে আজ বাঙালির প্রতিদিনের খাদ্য রসনায় আলুবিহীন তরকারি চিন্তা করা কঠিন। শুধু বাঙালি কেন; আলু আজ এমন এক সবজি হয়ে দাঁড়িয়েছে, যা গড়ে দিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষের খাদ্যভিত্তি।

আদি টমেটোর প্রেমেপৃথিবীতে আলুর উৎপত্তি ও বিকাশ কীভাবে, তা নিয়ে প্রচুর গবেষণা হলেও মূল সূত্রটি ছিল অজানা। তবে নতুন এক গবেষণা বলছে, আলু মোটেও মৌলিক কোনো সবজি নয়; বরং অন্তত ৯০ লাখ বছর আগে বুনো টমেটো গাছের সঙ্গে আলুজাতীয় এক ধরনের গাছের ‘দুর্ঘটনাজনিত প্রেম’ থেকেই উৎপত্তি হয়েছে আজকের আলুর। গত বৃহস্পতিবার সেল সাময়িকীতে এ-সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, আজ থেকে অন্তত ১০ হাজার বছর আগে লাতিন আমেরিকার মানুষ প্রথম আলুর চাষ করতে শুরু করেন বলে প্রমাণ পাওয়া যায়। তবে উদ্ভিদ সাধারণত জীবাশ্ম হিসেবে ভালোভাবে সংরক্ষিত না হওয়ায় এতদিন এই ফসলটির সঠিক আদি উৎস রহস্যই থেকে গিয়েছিল। সম্প্রতি একদল বিবর্তনবিদ ও জিনবিজ্ঞানী দাবি করেছেন, আধুনিক আলুর উৎপত্তি হয়েছিল অন্তত ৯০ লাখ বছর আগে বুনো টমেটোজাতীয় গাছের সঙ্গে একটি আলুর মতো উদ্ভিদের আকস্মিক মিলনের ফলে।

গবেষক দলটি মানুষের চাষ করা ও বুনো আলু প্রজাতির ৪৫০টি জিন বিশ্লেষণ করে দেখতে পান, প্রায় ৯০ লাখ বছর আগে বুনো টমেটো ও ‘ইতুবেরোসাম’ নামক আলুসদৃশ এক ধরনের উদ্ভিদ পাশাপাশিই জন্মাত। পরবর্তী সময়ে প্রাকৃতিকভাবে আন্তঃপ্রজননের মাধ্যমে দুই উদ্ভিদের মধ্যে মিলন হয়। এই সংকরায়নের ফলে যে নতুন গাছটি তৈরি হয়, সেটিই প্রথমবারের মতো টিউবার বা কন্দ উৎপন্ন করে। টমেটো বা ‘ইতুবেরোসাম’ আলাদা করে কন্দ তৈরি করতে পারত না। কিন্তু তাদের সংমিশ্রণে যে হাইব্রিড গাছ জন্ম নেয়, সেটির মধ্য দিয়েই আলুর মতো কন্দের বিকাশ ঘটে। এই কন্দ মূলত মাটির নিচে পুষ্টি সঞ্চয়ের জন্য গাছের অভিযোজন প্রক্রিয়ার এক অংশ।

পৃথিবীজুড়ে শতাধিক বুনো আলু প্রজাতি পাওয়া যায়, যেগুলোর অনেকটিই কন্দ তৈরি করে। যদিও সব কন্দ খাওয়ার উপযোগী নয়। কারণ, এগুলোর কিছুতে বিষাক্ত যৌগ থাকে। গবেষণার প্রতিবেদনটির সহলেখক এবং চীনের কৃষি জিনোমিকস ইনস্টিটিউটের অধ্যাপক সানওয়েন হুয়াং বলেন, কন্দের বিবর্তন আলুকে কঠিন পরিবেশে টিকে থাকার মতো বিরাট সুবিধা দিয়েছিল। ফলে ক্রমে এর নতুন নতুন প্রজাতির বিকাশ ঘটে। বিশ্বজুড়ে যে বৈচিত্র্যপূর্ণ আলু আমরা আজ দেখি ও খাই, তা আদি বুনো টমেটো ও ইতুবেরোসাম জাতীয় উদ্ভিদের দুর্ঘটনাজনিত প্রেমেরই ফসল।

গবেষকরা জানিয়েছেন, বুনো টমেটো ও ইতুবেরোসামের আন্তঃপ্রজননে কন্দ তৈরিতে কোন গাছটি কোন জিন সরবরাহ করেছিল, তাও তারা শনাক্ত করেছেন। এই তথ্য ভবিষ্যতে এমন আলুর নতুন জাত তৈরি করতে সাহায্য করতে পারে, যেগুলো রোগপ্রতিরোধী ও জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা সহনীয় হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও plant genetics potato origin scientific research tomato evolution আদি আলুর আলুর উৎপত্তি উদ্ভিদ গবেষণা কৃষি গবেষণা জন্ম জেনেটিক স্টাডি টমেটোর টমেটোর ইতিহাস পড়ে? প্রযুক্তি প্রেমে বিজ্ঞান বিবর্তন
Related Posts
স্মার্টফোন-স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

December 17, 2025
অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বিশ্বের জনপ্রিয় ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

December 17, 2025
স্মার্টফোনে নেটওয়ার্ক

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়

December 17, 2025
Latest News
স্মার্টফোন-স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বিশ্বের জনপ্রিয় ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

স্মার্টফোনে নেটওয়ার্ক

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

৪টি ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ডার্ক ওয়েব রিপোর্ট

আর থাকছে না গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড

তিন ভাঁজে এক বিশাল ডিসপ্লে! স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড

চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিকে ভুলেও শেয়ার করবেন না এই তথ্য – জানুন জরুরি সতর্কতা

WhatsApp

WhatsApp এ অ্যাকাউন্ট না খুলেই করা যাবে চ্যাট, জানুন নতুন ফিচার

Google Maps

Google Maps শুধু রাস্তা চেনায় না, জানুন অবাক করা ১৫টি ব্যবহার

Top 10 Smartphones

বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.