নিজস্ব প্রতিবেক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোস্তাক আহমেদ (৪৫) নামে যুবদল এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের বাসিন্দা ও মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। পেশায় পরিবহন ব্যবসায়ী মোস্তাক আহমেদ স্ত্রী ও তিন কন্যাসন্তান রেখে গেছেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, “বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলাই আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে কাপাসিয়ায় একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। টোক ইউনিয়নের নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে মোস্তাক মিছিলে অংশ নিতে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে আসেন। কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”
তিনি আরও জানান, সঙ্গে থাকা কর্মীরা মোস্তাককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে সব শেষ।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, “মোস্তাক আহমেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
এই অকালমৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।