বিনোদন ডেস্ক : ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এবার হল অরুণ জেটলির নামে। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর নামে স্টেডিয়ামের নামকরণের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য দিল্লি পৌঁছন আনুশকা শার্মা এবং বিরাট কোহলি। দিল্লির অনুষ্ঠান সেরে এবার মুম্বাইতে এসে পৌঁছন আনুশকা। বিমানবন্দরে বাদামী রঙের ট্র্যাকশুটে দেখা যায় বিরাট-ঘরণীকে। চোখে রোদ চশমা পড়ে আনুশকা যখন বিমানবন্দর থেকে হেঁটে যান, সেই সময় তাঁর হাতে ছিল বারবেরির একটি ব্যাগ।
আনুশকার হাতে যে বারবেরির ব্যাগ দেখা যায়, তার দাম কত জানেন? রিপোর্টে প্রকাশ, বিরাট-ঘরণীর হাতে যে বারবেরি ব্যগ দেখা যায়, তার দাম প্রায় ৯১,৬৬২.৮৮ হাজার। কি দাম শুনে চোখ কপালে উঠল তো?
শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’-তে শেষবারের মতো দেখা গিয়েছিল আনুশকা শার্মাকে। ওই সিনেমায় শাহরুখ খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি জমিয়ে অভিনয় করেন এই অভিনেত্রী। তবে ‘জিরো’-র পর এই মুহূর্তে আনুশকা শার্মার হাতে অন্য কোনও সিনেমা রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।