বিশ্বের সেরা তারকা জুটিগুলোর মধ্যে অন্যতম একটি বিরাট-আনুশকা জুটি। দুজন দুই জগতের তারকা। তবে নিজেদের প্রতি ভালবাসা প্রকাশ করতে কখনো কার্পণ্য করেননি তারা।
২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে আনুশকার সঙ্গে সখ্যতা বাড়ে বিরাট কোহলির। এর পর ধীরে ধীরে গড়ে উঠে বন্ধুত্ব। একপর্যায়ে কোহলির প্রেমে পড়ে যান আনুশকা। সেই প্রেমকে দুজনে বিয়ের মাধ্যমে পরিণতি দেন ২০১৭ সালে।
সম্প্রতি একটি টকশোতে আনুশকার ব্যাপারে গোপন একটি কথা প্রকাশ করেছেন কোহলি। মজার ছলে বিরাট জানিয়েছেন, আনুশকা কেন হাইহিল পরেন না!
গ্রাহাম বেনসিঙ্গারের সঙ্গে সেই টকশোতে সাক্ষাৎকারে কোহলি জানান, হিল পরলে স্বামীর চেয়ে লম্বা দেখাবে বলেই হিল না পরার সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা।
কোহলি বলেন, আমার মনে আছে- আমার ম্যানেজার বান্টি আমাকে বিজ্ঞাপনের কথা জানিয়েছিলেন। আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। জানতে চেয়েছিলাম আমার বিপরীতে কে অভিনয় করছেন? তখন জানলাম আনুশকা শর্মার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে হবে আমাকে।
এ কথা শুনে কিছুটা টেনশনে পড়ে গিয়েছিলেন কোহলি। তিনি ম্যানেজারকে জানান, আনুশকাকে তো আমার থেকেও লম্বা দেখেছি। স্ক্রিনে আমাদের মানাবে?
তবে বিয়ের পর কোহলির সেই টেনশনকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছেন আনুশকা নিজেই। কারণ বিয়ের পর থেকে উঁচু হিল না পরার সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।