
সেসময় এই দুই তারকা প্রেম ও বিয়ের খবর সবসময়ই অস্বীকার করে আসছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ভারতীয় এক ক্রিকেটারের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, বিয়ের পরিকল্পনাও করছেন তারা। তবে আনুশকা যার সঙ্গে প্রেম করছেন তিনি বর্তমান ভারতীয় জাতীয় দলে নেই।
জানা গেছে, ভারতীয় সাবেক ক্রিকেটারের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন বাহুবলি সিনেমাখ্যাত এই অভিনেত্রী। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ হয়নি এখনো। তবে এ নিয়ে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ চর্চা চলছে।
সর্বপ্রথম ২০০৯ সালে ‘বিল্লা’ সিনেমায় জুটিবদ্ধ হন প্রভাস-আনুশকা। এরপর মির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। বাহুবলি সিনেমার মাধ্যমে আবারও পর্দায় দেখা মিলে তাদের।
সূত্র : দ্য মিরর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



