আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসা বা ভ্রমণের জন্য দীর্ঘ সময় ধরে ভারত ছিল বাংলাদেশিদের বড় গন্তব্য। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে বড় ব্যবধানে শীর্ষে ছিল ভারত। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটা পাল্টে গেছে সেই চিত্র। বিদেশে বাংলাদেশে ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহারে ভারত শুধু শীর্ষস্থানই হারায়নি, পাঁচ নম্বরে চলে গেছে। দীর্ঘদিন ধরে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র উঠে এসেছে প্রথম স্থানে। নানা ইস্যুতে নানা টানাপোড়েনের মধ্যে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ ব্যাপক কমায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, সহজ গন্তব্য হিসেবে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশ ভারতে যেতেন চিকিৎসা বা ভ্রমণের জন্য। সাম্প্রতিক সময়ে ভারতে ভিসা পাওয়া কঠিন হওয়ায় সামগ্রিকভাবেই ক্রেডিট কার্ডে বিদেশে খরচ কমে গেছে। দেশের বাইরে ক্রেডিট কার্ডে আগে প্রতি মাসে বাংলাদেশিদের ৫০০ কোটি টাকা বা তার বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হতো। এখন তা কমে ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। আনুপাতিক হারে যুক্তরাষ্ট্রে খরচ প্রায় আগের মতোই আছে। ভারতে খরচ তলানিতে নামায় যুক্তরাষ্ট্রই এখন শীর্ষে রয়েছে। গত আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাইরে খরচে থাইল্যান্ড দ্বিতীয়, সিঙ্গাপুর তৃতীয় অবস্থানে ছিল। দেশ দুটি চিকিৎসার বিকল্প গন্তব্য হয়ে উঠেছে। মার্চে দেখা গেছে, এ ক্ষেত্রেও বড় একটা পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে বাংলাদেশে ইস্যু করা ক্রেডিট কার্ড দিয়ে বিদেশে মোট ৩৬১ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যয় হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। মোট খরচের যা ১৫ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের মার্চে দেশের বাইরে কার্ড থেকে মোট ৫০৪ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছিল। এর মধ্যে ৬৩ কোটি টাকা বা ১২ দশমিক ৫৮ শতাংশ ব্যয় ছিল যুক্তরাষ্ট্রে। গত মার্চে হঠাৎ করে দ্বিতীয় অবস্থানে উঠে আসা যুক্তরাজ্যে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। আগের মাসে দেশটির অবস্থান ছিল ৫ নম্বরে। গত বছরের মার্চে ক্রেডিট কার্ডে ব্যয়ে দেশটির অবস্থান ছিল সপ্তম। মার্চে তৃতীয় অবস্থানে উঠে আসা সৌদি আরবে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। আগের বছরের মার্চে দেশটির অবস্থান ছিল চতুর্থ। বর্তমানে চতুর্থ অবস্থানে থাকা সিঙ্গাপুরে ব্যয় হয়েছে ৩১ কোটি টাকা বা ৮ দশমিক ৬১ শতাংশ। আগের বছরের একই মাসে দেশটির অবস্থান ছিল ষষ্ঠ।
ভারতে গত মার্চে ব্যয় হয়েছে ২৭ কোটি ৬০ লাখ টাকা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। আগের বছরের মার্চে দেশটিতে ১০৬ কোটি টাকা ব্যয় হয়েছিল। থাইল্যান্ডে এ বছরের মার্চে ২২ কোটি টাকা খরচ হয়েছে। আগের বছরের একই মাসে ব্যয় হয়েছিল প্রায় ৩৫ কোটি টাকা।
ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
দেশের বাইরে ক্রেডিট কার্ডে কেনাকাটার বড় অংশই ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। মার্চের মোট লেনদেনের ২৭ শতাংশ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। রিটেইল আউটলেট সেবায় খরচ হয়েছে প্রায় ১৭ শতাংশ। যাতায়াতে প্রায় ১১, ব্যবসায়িক সেবায় এবং ওষুধ ও ফার্মেসি পণ্যে ১০ শতাংশর মতো খরচ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।