Advertisement
তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এমন একটি বৈশ্বিক পদ্ধতি চালু করার আহ্বান জানিয়েছেন, যা আন্তর্জাতিক ভ্রমণের জন্য কিউআর কোড ব্যবহার করবে।
এই কোডগুলো ভ্রমণকারীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তথ্য জানাবে। কিউআর কোডগুলো হচ্ছে বার কোডের মতো, যা মোবাইল ফোনে পড়া যাবে।
ফেব্রুয়ারি থেকে চীনে কার্যকর এই ব্যবস্থায় ব্যবহারকারীদের জন্য ট্রাফিক বাতির মতো স্বাস্থ্য কোড জারি করা হয়েছে। তাতে কারো কিউআর কোডে সবুজ কোড দেখালে তিনি অবাধে ভ্রমণ করতে পারবেন, আবার কমলা বা লাল কোড দেখালে সেই ব্যক্তিকে দুই সপ্তাহ পর্যন্ত কোয়ারেন্টিন করে রাখা হয়।
আর এই প্রযুক্তি তৈরি করেছে চীনের অ্যান্ট ফিন্যানশিয়াল। এটি আলিপে ও উইচ্যাট অ্যাপে পাওয়া যায়। তবে মানবাধিকারকর্মীরা বলেছেন, এই কোডগুলো ‘রাজনৈতিক পর্যবেক্ষণ’-এর জন্য ব্যবহৃত হতে পারে।
তথ্যসূত্র: বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।