আন্তর্জাতিক ডেস্ক : আন্দামান সাগর থেকে ২৩ শিশুসহ ৮১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে ভারতের কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে আট জনের মৃতদেহ। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভারতে প্রবেশে করতে দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্দামান সাগরে ভাসমান নৌযানে ৮ রোহিঙ্গার মরদেহ; জীবিত ৮১ জন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া নৌকা থেকে জরুরি বার্তা পাওয়ায় কোস্টগার্ডের দু’টি জাহাজ আন্দামান সাগরে পাঠানো হয়। জানা গেছে, ৯০ জন রোহিঙ্গাকে নিয়ে নৌকাটি ১১ ফেব্রুয়ারি কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়ার পথে রওয়ানা হয়।
দীর্ঘ এই যাত্রায় প্রয়োজনীয় খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। নিখোঁজ এই রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জানিয়েছিলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool