দিনশেষে ফেরার ঠিকানাটি কিন্তু বাসা, ফ্ল্যাট অথবা ঘর! যা সবার কাছে যেমন মূল্যবান তেমনি প্রিয়। নিজের বাসাটি এইরকম একটি ঠাঁই যেখানে একান্তে নিরাপদভাবে আমরা সময় কাটাতে পারি। সেজন্যই আমরা যখন নতুন ঠিকানায় যাই প্রথম চিন্তাই এটি থাকে যে, কীভাবে বাসার সিকিউরিটি জোরদার করা সম্ভব।
কেননা, বাড়ি তার সঙ্গে প্রিয়জনদের অলটাইম নিরাপদ রাখা আমাদের নিজেদেরই দায়িত্ব। কিন্তু কীভাবে তা আমরা করব? যদিও বেশিরভাগ সময় তা নির্ভর করে আমরা যে বাসাটিতে থাকি তার ওপর। তার সঙ্গে সৌভাগ্যবশত বাসার নিরাপত্তা জোরদারের জন্য রয়েছে অসংখ্য উপায়।
বাড়ি বা ফ্ল্যাটের মূল গেটে অটোলক ব্যবহার করুন। এতে অনেক কসরত করেও তালা খুলতে পারবে না কেউ। বাজারে ভালো মানের অটোলক পাওয়া যায়। দরজায় সিকিউরিটি অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করতে পারেন অতিরিক্ত নিরাপত্তার জন্য। এতে করে কেউ তালা টাচ করলেই বেজে উঠবে অ্যালার্ম।
বাসা থেকে বের হওয়ার প্রথমে রুমের দরজা-জানালা ভালোমতো তালাবদ্ধ করুন। যে সমস্ত দরজা-জানালা একটু নড়বড়ে হয়ে রয়েছে তা মেরামত করে নিন। দরকারে একের অধিক তালা ব্যবহার করুন। বাসাবাড়ির নিচতলায় বসবাসকারীরা ভেন্টিলেশনের ফাঁকাগুলো অফ করে যাবেন। কক্ষের নিরাপত্তায় এটি একটি বড় দুর্বলতা। রাতে বাসার বাইরের লাইট জ্বালিয়ে রাখুন।
তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হওয়ার সময় ইলেক্ট্রিক সুইচ অফ নাও করতে পারেন। এতে অকারণে বিল যেমন আসবে, তেমনি ঘটতে পারে দুর্ঘটনা। তাই, বাইরে যাওয়ার আগে দ্বিতীয়বার নিশ্চিত হয়ে নিন সব সুইচ অফ করেছেন কি না। সর্বাপেক্ষা ভালো হয় যদি বাসার ইলেক্ট্রিক মেইন সুইচ অফ করে রাখেন। এছাড়া, কয়েকদিন যেহেতু থাকা হচ্ছে না এমন পরিস্থিতিতে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন রাখা উচিত।
অবশ্যই মনে করে গ্যাসের চুলা অফ করে বাসা থেকে বের হন। সামনের দিকের নব ছাড়াও পেছনের চাবি অফ করে বাড়ি যান। বাসা থেকে চুলা জ্বালানোর আগে অবশ্যই জানালা খুলে নেবেন। নয়তো বদ্ধ ঘরে গ্যাস জমে আগুন ধরতে পারে।
যে সমস্ত প্রতিবেশী বা আত্মীয় ঢাকায় অবস্থান করবেন তাদের আপনার বাসার প্রতি খেয়াল রাখতে অনুরোধ করুন। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার সম্মতি ছাড়া কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ ব্যাপারে বাড়ির নিরাপত্তারক্ষীকে সতর্ক করে রাখুন। নিরাপত্তারক্ষীর অনুপস্থিতিতে আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না। ভাড়াটিয়া হয়ে থাকলে বাড়ি যাওয়ার আগেই বাসায় না থাকার বিষয়টি অবহিত করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।