মোঃ নুরুজ্জামান, মানিকগঞ্জ : “মানিকগঞ্জের আতঙ্ক সুলতানুল আজম খান আপেল” এই শিরোনামে “আমাদের বাণী ডটকম” পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুলতানুল আজম খান আপেল । এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন। একটি মহলের উদ্দেশ্য প্রণোদিত ও প্ররোচনায় সংবাদে ভুল তথ্য প্রচারিত হওয়ায় এবং মানিকগঞ্জবাসীর গর্ব পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব সুলতানুল আজম খান আপেল এর মানহানী হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সংবাদের সংশ্লিষ্ঠ প্রতিবেদক ও সম্পাদক ।
সুলতানুল আজম খান আপেল বাংলাদেশ আওয়ামীলীগ মানিকগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন মানিকগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি । তার রাজনৈতিক জীবন ছাত্রলীগ (জাসদ) দিয়ে শুরু হয় ।
১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের সভাপতির দায়িত্ব পালন করেন । ১৯৯২ সালে বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর মিন্টো রোডের বাসভবনে ৫ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন ।
প্রতিবেদনে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সঠিক নয় । ১৯৯১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের ঘিওরে এসেছিলেন সে সময়ে তার জনসভায় একটি অপ্রীতিকর ঘটনার কথা সংবাদে উল্লেখ করা হলেও বাস্তবে এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ গোলাম মহীউদ্দীন ও সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুস সালাম । তারা আরও জানান, মানিকগঞ্জ কেন্দ্রীক আপেলকে নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা নিন্দা জানাচ্ছি ।
সুলতানুল আজম খান আপেল জানান, তার নিজস্ব কোন বাহিনী নেই । তিনি মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার চেতনায় অসম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী । তার স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তির আয়কর রিটার্ন দাখিল করা আছে এবং তিনি পরপর ৪ বার জেলার শ্রেষ্ঠ আয়কর দাতা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুরস্কার প্রাপ্ত হয়েছেন ।
গত ১৬ জুলাই কর্ণেল মালেকের স্মরণসভায় কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং তার উপস্থিতিতে সুন্দর ভাবে অনুষ্ঠানটি সুসস্পন্ন হয়েছে । তিনি আরও জানান, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ডায়াবেটিস সমিতির সাধরণ সম্পাদক,চেম্বার অব কমার্স এর পরিচালক হিসেবেও মানিকগঞ্জ ডেভলপার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে নিষ্ঠা সততা ও সফল ভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তিনি।
দেশের এই ক্লান্তি লগ্নে করোনা ভাইরাস সংক্রমণের কারনে যখন অল্প আয়ের সাধারণ মানুষ ঘরে বসে ছিল। সেই সব খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এই আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেল। বঙ্গবন্ধুর আর্দশের সিপাহশালা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশস্ত সৈনিক হিসেবে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে রাজপথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সুলতানুল আজম খান আপেল। বিএনপি জোট সরকারের শাসন আমল এবং মাইনুল ফখরুলের তত্বাবাধায়ক সরকারের আমলে নিজের জীবন বাজি রেখে রাজ পথে আওয়ামী লীগের হাল ধরেছে এই আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।