আগামীকাল ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য বাংলাদেশ বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার আবু হায়দার রনিকে। ইতিমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় রনিকে দলে নেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, বাঁহাতি পেসার রনি জাতীয় দলের জার্সি গায়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যদিও দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দলে নেই। ২০১৬ সালে অভিষিক্ত এই ক্রিকেটার গত বছরের ডিসেম্বরে খেলেছেন নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দার রনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।