স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে রূপকথা তৈরি করেছিলেন আফগান ক্রিকেটাররা।
তবে এখানে থামল সেই রূপকথার অগ্রযাত্রা। আইসিসির বৈশ্বিক আসরে অষ্টমবারের মতো সেমিফাইনাল খেলতে নেমে ৯ উইকেটের বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বে ইতিহাসের সর্বনিম্ন ৫৬ রানে আফগানদের অল আউট করে প্রোটিয়া। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এর আগের বৈশ্বিক আসরের সাত সেমিফাইনালের সবগুলোতে হেরেছিল প্রোটিয়া। এ জন্য তারা পেয়েছে চোকার্স তকমা। তবে এবার আর তা হয়নি। আগামী ২৯ জুন (শনিবার) প্রথমবারের মতো ফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়া বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান, ৫৬ রানে অলআউট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।