আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলা কেন্দ্র নিয়ন্ত্রণ করছে তালেবান বিদ্রোহীরা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলি। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২০০টিই তালেবানদের দখলে। এর আগে গত মাসে তিনি জানিয়েছিলেন, ৮১টি জেলা দখলে নিয়েছে এই উগ্রবাদী গোষ্ঠীটি।
গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। জেনারেল মিলি বলেন, ‘এখনও কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে না গেলেও এগুলোর সীমানায় তারা চাপ বাড়াচ্ছে।’ এছাড়া দোহায় আফগান-তালেবান আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে পারেনি দুই পক্ষ। এরপরই ১৫টি কূটনৈতিক মিশন ও আফগানিস্তানে ন্যাটোর প্রতিনিধি তালেবানদের প্রতি আক্রমণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের ২৯টি প্রদেশে সরকারি ভবন ধ্বংসের অভিযোগ তুলেছে দেশটির সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই সেখানে নিরাপত্তাহীনতা বাড়ছে।
সূত্র : ব্লুমবার্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।