আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ভবিষ্যতে আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে ভারত। বুধবার (৮ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির মধ্যে একটি বৈঠক হয়। তাদের বৈঠকের পরই এই বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আফগান পক্ষের অনুরোধে ভারত প্রথমে স্বাস্থ্য খাতে এবং শরণার্থীদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত সামগ্রীগত সহায়তা প্রদান করবে।
ইতোমধ্যে আফগানিস্তানে গম, ওষুধ, কোভিড ভ্যাকসিন ও শীতকালীন পোশাকসহ একাধিক চালান পাঠিয়েছে ভারত।
২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেন।
ভারতও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং ওই বছর তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস বন্ধ হয়ে যায়। কারণ তালেবান দ্বারা উৎখাত হওয়া আফগান সরকারের নিয়োগপ্রাপ্ত কূটনীতিকরা তাদের ভারতীয় স্বাগতিকদের কাছ থেকে ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করতে ব্যর্থ হয়।
সস্তায় মাংস দিতে চেয়েছিল ব্রাজিল, অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।