আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবোঝাই বাস উলটে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।
বুধবার (২৭ আগস্ট) দেশটির রাজধানী কাবুলের পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুন মতিন কানি বলেন, ‘চালকের অসতর্কতার’ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ২৫ জন নিহত এবং আরও ২৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক কিনা, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
আফগানিস্তানে দুর্বল অবকাঠামো, কয়েক দশকের সংঘাত, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সেগুলো তদারকির অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে এএফপির খবরে বলা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক ডজনেরও বেশি শিশুসহ অন্তত ৭৮ জন নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।