আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ক্ষমতা ভাগাভাগির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ। রোববার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যদিয়ে দীর্ঘ কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আফগান প্রেসিডেন্ট প্রাসাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আব্দুল্লাহ ও ঘানি পাশাপাশি বসে আছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। এ সময় আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট আশরাফ দিনটিকে আফগানিস্তানের ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন এবং কোনও আন্তর্জাতিক মধ্যস্ততা ছাড়াই এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা দায়িত্ব ভাগ করে নেব এবং আল্লাহর ইচ্ছায় তা কমে আসবে। আগামী দিনে আমরা ঐক্য ও সহযোগিতার প্রত্যাশা করি। অস্ত্রবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য পটভূমি তৈরি করতে হবে।
আব্দুল্লাহ জানান, এই চুক্তি আরও বেশি অংশগ্রহণ ও জবাবদিহীতামূলক ও কর্মদক্ষ প্রশাসন গড়ে উঠবে। এতে শান্তির পথ, সুশাসনের উন্নতি, অধিকার রক্ষা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা বাড়বে।
আব্দুল্লাহ’র মুখপাত্র ফ্রাইদুন খাওজুন জানিয়েছেন, এই চুক্তির ফলে মন্ত্রিসভা ও প্রাদেশিক গভর্নরের পদে তারা ৫০ শতাংশ লোক দিতে পারবে।
এর আগে, একটি চুক্তির বলে আফগানিস্তানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল্লাহ। কিন্তু গত নির্বাচনে ঘানির বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হলে ওই পদ হারান তিনি। তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং ৯ মার্চ শপথ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। একই দিন ঘানি নিজেও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।