
আন্তর্জাতিক ডেস্ক: আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর রয়টার্স, এএফপি ও বিবিসি’র।
সোমবারের ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সকল প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।
নিরাপত্তা পরিষদ জানায়, আলোচনার মাধ্যমে নতুন সরকার হতে হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
এদিকে, আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে তালেবান আহ্বান জানিয়েছে, তারা যেন সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফিরে আসেন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।
তালেবানের বিবৃতি উদ্ধৃত করে এএফপি বলছে, সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে…সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সঙ্গে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।