in ,

আফগানিস্তান: মসজিদে ফের বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার শহরে শিয়াদের একটি মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্টে বলা হচ্ছে ইমান বারগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবিতে দেখা যাচ্ছে মসজিদের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, মেঝেতে মানুষজন পড়ে আছে এবং অন্যান্য মুসল্লিরা তাদের সাহায্য করার চেষ্টা করছে।

বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল। এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে।

তালেবান ১৩ই অগাস্ট আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নেয়।

আফগানিস্তানে বিবিসির সংবাদদাতা সেকান্দার কিরমানি টুইট করেছেন- ইসলামিক স্টেটের স্থানীয় একটি গ্রুপ আইএস-কে এই হামলার দায়িত্ব স্বীকার করতে পারে।

গত শুক্রবার কুন্দুজের একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৫০ জন নিহত হয়। অগাস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।