এশিয়া কাপ: আফগান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

আফগান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীরা। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় প্রায় ১০ ওভার হাতে রেখেই।
আফগান ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
রান তাড়া করতে নেমে আফগানিস্তানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাই।

পাওয়ার প্লের ৬ ওভারেই ৮৩ রান তুলেন তারা। এরপরই ১৮ বলে ৪০ রান করা গুরবাজ সাজঘরে ফিরেন। ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন জাজাই।
১৫ রান করে ইব্রাহিম জাদরান রানআউটের শিকার হলেও মাত্র ১০ দশমিক ১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপাক্ষে, দানুশকা গুনাথিলাকা ও চামিকা করুণারত্ন ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। রাজাপাক্ষ ৩৮, করুণারত্নে ৩১ ও গুনাথিলাকা ১৭ রান করেন। ৭৫ রানে ৯ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা ১০৫ রান পর্যন্ত যেতে পেরেছে করুণারত্নের ব্যাটিংয়ের কল্যাণেই।

আফগান বাঁহাতি পেসার ফজল হক ফারুকী তিন উইকেট শিকার করেন। এছাড়া স্পিনার মুজিব-উর-রহমান জাদরান ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন। রশিদ খান কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১২ রান দেন।

আফগান বোলিং তোপে বিধ্বস্ত শ্রীলঙ্কা