স্পোর্টস ডেস্ক : শহীদ আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল। ১৯৯৯ বিশ্বকাপের দল নিয়ে বলতে গিয়ে আফ্রিদির সেই দলে থাকার যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন সাবেক বাঁহাতি ব্যাটার। সরাসরিই বলেছেন, ওই আসরে আফ্রিদিকে ওপেনার হিসেবে দলে নেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত ছিল।
৯৯ বিশ্বকাপের আগে পাকিস্তান দলের নেতৃত্ব হারান আমির সোহেল। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘১৯৯৮ সালে আমি অধিনায়ক ছিলাম। তখন নির্বাচকদের সঙ্গে বসে স্থির করেছিলাম বিশ্বকাপে আমরা এমন একজন ওপেনার নেব, যে উইকেটে টিকে থাকার পাশাপাশি নতুন বলেও রান করতে পারবে।’
এ ক্ষেত্রে সোহেলের পছন্দ ছিল মোহাম্মদ ইউসুফ। কিন্তু নির্বাচকেরা বেছে নেন শাহিদ আফ্রিদিকে। দল নির্বাচনের সময়ে সোহেলের কথা শোনা হয়নি। উল্টো তার নেতৃত্ব চলে যায়। এমনটাই দাবি করেছেন সোহেল।
বলেন, ‘লো বাউন্সের উইকেটে শহীদ আফ্রিদি মেরে খেলতে পারে। কিন্তু পরিস্থিতি কঠিন থাকলে, আফ্রিদি না পারে ব্যাটিং, না বোলিং। ওয়াসিম আকরামের জায়গায় আমি দলের নেতা থাকলে ওপেনার হিসেবে ইউসুফকে দলে নিতাম।’
১৯৯০-২০০০ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট ও ১৫৬ ওয়ানডে খেলেছেন আমির সোহেল। ৬ টেস্ট ও ২২ ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।