বিনোদন ডেস্কঃ: অভিনয় দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা আবদুল্লাহ সাকি। অসংখ্য দর্শকের কাছে এখনও পরিচিত মুখ তিনি। বিশেষ করে ৯০ দশকের বাংলা সিনেমার ভক্তরা এখনও তাকে স্মরণে রেখেছেন।
তবে গুণী এই অভিনতা আর বেঁচে নেই। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টায় তিনি নিজবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানিসহ আরও অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ওমর সানি সমবেদনা জানান। তিনি লেখেন, ‘একটা দুঃসংবাদ পেলাম এখন আমার বিখ্যাত প্রেমগীত ছবির আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকি ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানাল। সাকি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।’
ইতোমধ্যেই তার আবদুল্লাহ সাকীর মৃত্যুর খবর জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। তার দীর্ঘ দিনের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন। কখন ও কোথায় সাকীর দাফন সম্পন্ন হবে, তা এখনও জানা যায় নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।