জুমবাংলা ডেস্ক : নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে আগামী ১২ বছর মাসিক ৭৫ হাজার টাকা করে দেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার এই তথ্য জানান।
তিনি জানান, ‘গত ১ জুলাই থেকে আবরারের পরিবারকে প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে দিয়ে আসছে বুয়েট কর্তৃপক্ষ। আগামী ১২ বছর এই পরিমাণ অর্থ প্রতিমাসে তার পরিবারকে দেওয়া হবে।’
অধ্যাপক সত্যপ্রসাদ বলেন, ‘আবরারের পরিবারের পক্ষ থেকে যেটুকু সাহায্য চাওয়া হয়েছে, তা আমরা দিয়েছি। আমরা মাসিক সাহায্য করছি। ওনারা আর্থিক সংকটে পড়েছেন। উপাচার্যের দায়িত্ব পাওয়ার পরে জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া আইনি সহায়তা ও আইনজ্ঞ ফি, সাক্ষীসহ আনুষঙ্গিক খরচ, এমনকি তাদের ঢাকায় এসে থাকার খরচও বুয়েট থেকে বহন করেছি।’
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলায় এই পর্যন্ত ৫৫ লাখ টাকা খরচ হয়েছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার বলেন, ‘আইনি সহায়তা, সাক্ষীদের আদালতে আনা-নেওয়া, আইনজ্ঞ ফিসহ আনুষঙ্গিক খরচ বাবদ এই পর্যন্ত বুয়েটের খরচ হয়েছে ৫৫ লাখ টাকা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।