‘আবরার বুঝতে পারেননি বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছে’

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে হত্যায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী।

download (1)সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আবরার বুঝতে পারেননি বাংলাদেশ এরই মধ্যে পথ হারিয়ে ফেলেছে।

আবরার ফাহাদ তো এদেশের শ্রেষ্ঠ-সন্তানদের একজন। তাকে তো দূরের কথা, কাউকেই খুন করার কোনো যুক্তিই থাকতে পারে না।

শহীদ আবরারের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ প্রসঙ্গে যে কথা স্মরণ করা জরুরি তাই বরং আমরা আরেকবার স্মরণ করি।

যদি কেউ জঘন্য অপরাধও করে তারপরও কোনোভাবেই তার ওপর কোনো রকম অর্থাৎ সামান্যতম নির্যাতনও গ্রহণযোগ্য হতে পারে না। এমন কি, রাষ্ট্রের আইন-শৃঙখলা রক্ষাকারীরাও কোনো অপরাধীকেও কোনো রকম নির্যাতন বা অপমান করতে পারে না।

খুন সর্বোচ্চ গুরুতর অপরাধ। কোনো অজুহাতেই কোনো মানুষ অন্য মানুষকে খুন করতে পারে না। যারা খুনাখুনিতে জড়ায়- এরা অমানুষ, পিশাচ। এই অমানুষ, নরাধমদেরও কেউ কোনো রকম নির্যাতন বা অপমান করতে পারে না।

সব ক্ষেত্রেই কেবল আইনানুগ নিযুক্ত বিচারকরা, আইনের আওতায় থেকে, আইন যতটুকু বলে ততোটুকুই শাস্তি দিতে পারেন।

এই নীতিগুলো সভ্য সমাজ গড়ার মৌলিক ভিত্তি। দুর্ভাগ্য হচ্ছে, বাঙলাদেশের পরিস্থিতি এতো শোচনীয় যে এই প্রাথমিক কথাগুলো এই সমাজের সকল সদস্যদের স্মরণ করিয়ে দেওয়া যেন প্রাথমিক কাজ হয়ে দাঁড়িয়েছে।

12001

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *