জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি মোয়াজ আবু হুরায়রাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে রাজধানীর উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল।
মোয়াজ বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পিরপুর গ্রামে। তার বাবার নাম মাশরুর-উজ-জামান।
মোয়াজকে গ্রেফতারের মধ্য দিয়ে এ পর্যন্ত ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ১৯ জনকে গ্রেফতার করলো ডিএমপির গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার হত্যা মামলার আসামি মো. শামিম বিল্লাহকে (২১) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীদের নির্মম প্রহারে নিহত হন আবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় পরদিন ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওইদিনই বুয়েটের ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।