বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার দর্শকপ্রিয় জুটি ফেরদৌস-পূর্ণিমা। সবশেষ ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন তারা। পাশাপাশি একসঙ্গে উপস্থাপনাও করেছেন বিভিন্ন অনুষ্ঠান। এবার আবারও একসঙ্গে আসছেন তারা।
২ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২০’। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। জমকালো এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, মেহজাবিন, নাদিয়া, চাঁদনী, সিনথিয়া, বারিষ হক। গান পরিবেশনায় থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।