বিনোদন ডেস্ক : ঢাকাই সিনোমার সফল জুটি শাকিব-অপু। ছিলেন বাস্তব জীবনেরও জুটি। কিন্তু বছর দুয়েক আগে বিচ্ছেদ ঘটেছে তাদের। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটলেও তারা একসঙ্গে এবার হাজির হচ্ছেন রাজধানীর মধুমিতা সিনেমা হলে। তাদের অভিনীত ‘রাজনীতি’ সিনেমা আবারও চলবে হলটিতে।
২০১৭ সালে ঈদুল আজহায় শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর আবারো মুক্তি পাচ্ছে সিনেমাটি।
পরিচালক বুলবুল বিশ্বাস জানান, আগামীকাল শুক্রবার থেকে রাজধানীর মধুমিতা হলে সিনেমাটি প্রদর্শিত হবে।
অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ‘রাজনীতি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান-অপু বিশ্বাস।
শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ ছাড়াও অভিনয় করেছেন— শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।