জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়। চলতি সপ্তাহে আলজেরিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় সময় বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।
জানা গেছে, হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। বশির আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
এর আগে, ২০২১ সালের পিএইচপি কুরআনের আলোর দেশ সেরা হন ১৩ বছরের হাফেজ বশির আহমদ। আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি।
বিজয়ী হাফেজ বশির আহমদ বলেন, আমি মাত্র ৫ মাসে হাফেজ হয়েছি। পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এখন আলজেরিয়ায় তৃতীয় হয়েছি। এই ধারা অব্যাহত রেখে ইরানেও যাতে প্রথম হতে পারি সবার কাছে সেই দোয়া চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।