আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মায়ারিব প্রদেশে সৌদি জোটের ‘সিএইচ-৪’ মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়াহিয়া সারি বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের। গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে।
ইয়াহিয়া সারি আরো বলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনো জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।
এদিকে, গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। চারটি ড্রোন বিমান বন্দরের হ্যাঙ্গারে আঘাত হেনেছে। সৌদি আরব বেসামরিক বিমান বন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন। তিনি আরো বলেন, ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত থাকা পর্যন্ত পাল্টা আঘাতও অব্যাহত থাকবে। সূত্র : আরব নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।