আবারো মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন গোলাম মহীউদ্দীন

সাইফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২৭ ভোট বেশি পেয়ে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আনাসর প্রতীকের বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

তিনি পেয়েছেন ৪৫২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের কেএম বজলুল হক খাঁন রিপন পেয়েছেন ৪২৫ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জবাসীকে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।

এর আগে, সকাল ৯টায় সাতটি কেন্দ্রে এক যোগে ভোটগ্রহন শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত কোন গোলযোগ ছাড়াই ভোট গ্রহন শেষ হয়।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৮৮৯ জন।