আবারো রাজ-মিম সম্পর্কে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক: কয়েক মাস আগেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং অভিনেতা শরিফুল রাজের ওপর রেগে গিয়েছিলেন অভিনেত্রী পরীমনি। সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন পরী। গত ৯ নভেম্বর রাতে হঠাৎ করেই স্বামী রাজের সঙ্গে মিমের ম্যাসেঞ্জারে চ্যাটিংয়ের স্ক্রিনশটও পোস্ট করেছিলেন ফেসবুকে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল সেই সময়।

এ ঘটনায় অভিনেত্রী মিম সেই সময় বলেছিলেন, এত ঝামেলার পর তিনি আর রাজের সঙ্গে কাজ করতে চান না। তবে রাজ ও মিমের এই জুটিকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছিল দর্শকরা। তাদের অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা প্রশংসিতও হয়েছিল। কিন্তু মিম রাজের সঙ্গে কাজ না করার কথা জানায়।

তবে এসব ঘটনা এখন অতীত। স্বামী ও সন্তান নিয়ে সুখে শান্তিতেই সংসার করছেন পরী। কিন্তু চিত্রনায়িকা মিমকে কিভাবে দেখছেন পরী? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর, এতদিন বিষয়টি নিয়ে কেউ কথা না বললেও এবার নীরবতা ভাঙলেন পরী। স্বামীকে নিয়ে একটি টক শো’য় অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে প্রশ্ন করা হয়, তার জন্যই কি রাজ ও মিমের জুটি ভেঙেছে?

পরী স্পষ্টভাবে বলেন, এগুলো বাজে কথা। তাছাড়া হঠাৎ একদিন মিম বলে দিল যে, সে আর কাজ করবে না রাজের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়। এমন গায়ে পড়া মানুষ মোটেও পছন্দ নয় আমার।’

‘অন্তর জ্বালা’ সিনেমার নায়িকা জানান, মিম যতটা না রাজের ঘনিষ্ঠ ছিল, তার থেকেও বেশি ঘনিষ্ঠ ছিল তার। তবে পরী চান আবারও একসঙ্গে কাজ করুক তারা। কেননা, পর্দার সামনে তাদের (রাজ-মিম) জুটি তার ভীষণ প্রিয়। আর এই কথোপকথনের সময় রাজ চুপ ছিলেন। তিনি কোনো মন্তব্য করেননি।

অবশেষে আলোচিত গায়ক নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী!