স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেশে ক্রিকেটের বাইবেল খ্যাত ইংল্যান্ডের বিখ্যাত ম্যাগাজিন উইজডেন লীগ পর্বের সেরা তিন ও বাজে তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। যেখানে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে দারুন পারফর্ম করেছেন সাকিব। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বিদায় নিলেও সাকিব ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৮ ম্যাচে দুই সেঞ্চুরি আর ৫ অর্ধশতকে করেছেন ৬০৬ রান।
বোলিংয়েও সাকিব ছিলেন দুর্দান্ত। স্পিনারদের মধ্যে উইকেটে সবার উপরে নামটি ছিল তারই। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে চাহালের সাথে শীর্ষে ছিলেন সাকিব। বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।
উইজডেনের এই তালিকায় সাকিব ছাড়াও রয়েছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ শামি। ৮ ম্যাচে ১ সেঞ্চুরি আর তিন অর্ধশতকে বাবার আজম করেছেন ৪৭৪ রান। আর ৪ ম্যাচে ১৪ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ শামি।
অন্যদিকে বাজে ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়েছেন, আফগান অধিনায়ক গুলবাদিন নাইব, ইংলিশ ওপেনার জেমস ভিন্স ও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।