জুমবাংলা ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী দুটি লেন ৫২ ঘণ্টা পর্যন্ত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ওই দুই লেনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে উন্নয়নকাজ নির্বিঘ্নে করতে কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়।
বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটিতে ১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। এতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
অনুরোধের বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে।
এর আগে একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।