স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট থান্ডারকে আট উইকেটে উড়িয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাশরাফি মোর্ত্তজার ঢাকা প্লাটুন্স। গতকালের মতো আজ মঙ্গলবারও মেহেদী হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বঙ্গবন্ধু বিপিএলে পঞ্চম ম্যাচে এসে হারের বৃত্ত থেকে বের হয়ে জয়ের দেখা পায় সিলেট থান্ডার। তারই ধারাবাহিকতায় ঢাকা প্লাটুন্সের বিপক্ষে খেলতে নেমে জনসন চার্লস ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে চার উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি গড়ে সুরমা পাড়ের দলটি।
টার্গেটে খেলতে নেমে তামিম ইকবালের অপরাজিত আর মেহেদী হাসানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।
সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৪৯ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে তিনি এই রান করেন। মাত্র ২৮ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন মেহেদী হাসান। তার ইনিংসটি সাজানো ছিলো ৩টি ছয় ও ৫টি চারের মারে। এ ছাড়া আনামুলের ব্যাট থেকে আসে ৩২ রান।
২২ রান করে তামিমের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জাকের আলী। সিলেটের হয়ে একটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।
দুপুর দেড়টায় চট্টগ্রামের শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় সিলেট। শুরতেই দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও আব্দুল মাজিদকে হারিয়ে বাজে সূচনা করে। দুজন ফিরে গেলে জনসন চার্লস ও মিঠুন খেলার হাল ধরেন।
সর্বোচ্চ ৭৩ রান করেন চার্লস। ৪৫ বলে ৩টি চার ও আটটি ছয়ের মারে তিনি এই রান করেন। ৭৩ রানের মধ্যে ৪৮ রানই আসে ছয় থেকে। মিথুন ৩১ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক মোসাদ্দেক মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। ২৮ বলে ৩৮ রান করে মিঠুনের সঙ্গে অপরাজিত থাকেন রাদারফোর্ড।
ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন শহীদ আফ্রিদি। একটি করে উইকেট নেন মেহেদী হাসান ও শাদাব খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


