আবেদনময়ী লুকে পাকিস্তানের অভিনেত্রী সারার ভিডিও ভাইরাল

সারা আজগর

সারা আজগর পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী। পাকিস্তানের বেশ কয়েকটি ড্রামাতে অভিনয় করার মাধ্যমে তিনি  খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে সারার একটি পোস্ট ভাইরাল হয়েছে।

সারা আজগর

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সারা আজগরের এই ভাইরাল ভিডিও দেখার পরে মানুষ হাসি থামাতে পারছে না। আবার একই সাথে এ কথা সত্য যে ভিডিওতে তিনি যে লুক দেখিয়েছেন তা সবার নজর কেড়েছে।

instagram এর ভিডিওটি তার অফিশিয়াল পেজে পোস্ট করা হয়েছে। সাদা রঙের পোশাকে সারাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তিনি তার বাসায় স্বামী ওমর মোর্তজার সাথে সময় কাটাচ্ছিলেন।

এ সময় ওমর মোর্তজা মজা করে বলেন যে, সে সারার ব্যক্তিগত ফটোগ্রাফার। কাজেই তাকে কিছু ছবি তুলতেই হবে। সারা অবশ্য প্রিয়তম স্বামীর কাছ থেকে কথা শুনে বেশ মজা পেয়েছেন। আসলে সারা আজগর একটি ইভেন্ট এ যোগ পূর্বে তৈরি হয়ে নিচ্ছিলেন। এ সময় স্বামীর সাথে কিছু মুহূর্ত ভাগ করে নেন আজগর।

https://www.instagram.com/p/CjIdFaqDZCT/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

সারা আজগর ২০২০ এর ডিসেম্বরে ওমর মোর্তজাকে বিয়ে করেন। তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদের সন্তান দুনিয়াতে আসছে।

instagram এ সারা আজগরের ১০ লাখের উপরে ফলোয়ার রয়েছে। তিনি তার ইনস্টাগ্রামে মূলত নিজের, তার পরিবারেরর এবং তার নানা কর্মকান্ড নিয়ে পোস্ট দিয়ে থাকেন।

https://www.instagram.com/p/CiIWtoktFEa/?utm_source=ig_embed&ig_rid=8c7dea2a-e7a5-4ea1-b246-434731ebef44

সম্প্রতি ইনস্টাগ্রামে নীল পোশাক পরিহিত অবস্থায় সারা একটি ছবি পোস্ট করেন। এ ছবিতে সারা আজগরকে বেশ আকর্ষণীয় মনে হয়েছে।

পাকিস্তানের যে কয়জন অভিনেত্রী সিনেমা ও টিভি সিরিজ বিভিন্ন রোল প্লে করতে পারেন সারা তার অন্যতম। তিনি আজ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ প্রজেক্ট এ কাজ করেছেন সেগুলো হল Khoat, Waada, Waada, Babban Khala Ki Betiyan, Rishtay Biktay Hain, Amanat ও Ek Sitam Aur।