জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ বিদেশি শক্তির ওপর নির্ভর করে না বলে মন্তব্য করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যখন শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে বিশ্ব নেতারা প্রশংসায় পঞ্চমুখ তখন দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। যারা দেশটাকে সাম্প্রদায়িকভাবে বিভক্ত করতে চায়। নির্বাচন আসলে যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায়, সেই বিএনপি-জামায়াতের হাতে দেশটাকে তুলে দেওয়া যাবে না।
আজ শনিবার রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন হাছান মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে দৌড়ে যায়। এখানে হুসাহাস, ফিসফাস করে লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার। তবে আমরা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করি না। শেখ হাসিনার শক্তি হচ্ছে জনগণ। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে দেশ পরিচালনা করছেন তিনি।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে। ক্ষমতা নয়, রাষ্ট্র পাহারা দিতে হবে, দেশ পাহারা দিতে হবে। কারণ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী ১০০ দিন মাঠে থাকব। আমরা রাজপথের দল, রাজপথ থেকে উঠে এসেছি, রাজপথে থাকব। বুলেট-বোমাকে ভয় না করে আমরা ২১ বছর (১৯৭৫-৯৬) বুকে পাথর বেঁধে ছিলাম। আমরা রাজপথে থাকব, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চারবারের মতো ক্ষমতার আসনে বসিয়ে ঘরে ফিরে যাব। তার আগে ফিরব না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।