চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় হেফাজতে নেয় ইমিগ্রেশন পুলিশ৷ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়েও দেয় পুলিশ। বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
তবে নায়িকা নিপুণের দাবি, তাকে আটক করা হয়নি। এমনকি তার সঙ্গে সেলফিও তুলেছেন অনেকে উল্লেখ করে বলেন, কে বলেছে আমাকে আটক করা হয়েছে। আমাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। আমার বোনকে নিতে এসেছিলাম। সে সময় আমার সঙ্গে কথা বলতে পারে না? আমার সঙ্গে অনেকে সেলফিও তুলেছেন। আমি আপনাকে সেলফি গুলো পাঠাচ্ছি।
যদিও পরবর্তীতে কোন সেলফি পাঠাননি এ নায়িকা।
এদিকে নিপুণের বোন নার্গিস আক্তার পলিনের গণমাধ্যমে বলেন, এ নায়িকাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে।
সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে গতকাল সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।