আমাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকাই প্রধান ভূমিকা পালন করেছে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারো অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন সরকার প্রধান ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আমেরিকা হুমকি দিয়েছিল যে, তিনি পদত্যাগ না করলে তার সরকারকে পরিণতি বরণ করতে হবে। খবর পার্সটুডে’র।

ফাইল ছবি

ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, “গত ৪০ বছর ধরে আমেরিকা যা দাবি করেছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব তার কাছে নতিস্বীকার করেছে।” তিনি বলেন, আমেরিকা হচ্ছে একটি বলদর্পী শক্তি এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।”

সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, “ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত এপ্রিল মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছ থেকে একটি কূটনৈতিক বার্তা পান যে বার্তায় হুমকি দেয়া হয়েছিল যে, প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা না ছাড়লে তার সরকারকে পরিণতি বরণ করতে হবে। লু পাক রাষ্ট্রদূতকে এই আশ্বাস দিয়েছিলেন যে, ক্ষমতাচ্যুতির মধ্যদিয়ে সবকিছু ভুলে যাওয়া হবে।”

ইমরান খান জানান, তার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা যেসব কারণে ষড়যন্ত্র করেছে তার অন্যতম হলো আফগান যুদ্ধে মার্কিনিদের ভূমিকার সমালোচনা করা। ইমরান খান বলেন, আফগান জনগণের সংস্কৃতিকে আমেরিকা কখনো বোঝার চেষ্টা করে নি।#