মাদক ও জুয়ার বিস্তারকে সমাজ ধ্বংসের কারণ উল্লেখ করে নেত্রকোনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন—তার নির্বাচনী এলাকায় কোনোভাবেই মাদক, মাদকসেবী বা জুয়া বরদাস্ত করা হবে না। প্রয়োজনে ‘উত্তম-মাধ্যম’ দিয়ে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় মাদক ও জুয়ার ব্যাপক বিস্তার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী বা মাদকব্যবসায়ীকে দেখতে চাই না। যারা মাদকের সঙ্গে যুক্ত তাদের ধরবেন, বাঁধবেন, প্রয়োজনে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেবেন।”
রোববার (১৬ নভেম্বর) বিভিন্ন গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় তিনি আরও বলেন, “মাদকে জড়িয়ে পড়লে শুধু একজন নয়—পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, সংসারে অশান্তি নেমে আসে। যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ে।”
তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাই মিলে অবস্থান নিন। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি।”
তিন বলেন, অতীতে কী হয়েছে তা নিয়ে কিছু বলতে চাই না, আমাদের বর্তমান প্রজন্মকে কিভাবে ভালো রাখা যায় আমি সে রাজনীতি করব।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভিপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আ. কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা মদন উপজেলার পাবলিক হল প্রাঙ্গণে মুক্তমঞ্চে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



