ভারতীয় নায়িকা ও মডেল মল্লিকা শেরাওয়াত ২০০৪ সালে মার্ডার ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তিনি বরাবরই আবেদনময়ী নায়িকা হিসেবে সকলের কাছে পরিচিত। সম্প্রতি কপিল শর্মার শোতে উপস্থিত হয়ে মল্লিকা বলেন তার পেটের ওপরে নাকি ডিম ভাজতে চেয়েছিলেন এক প্রযোজক।
মল্লিকা বলেন, সম্প্রতি বালাজি অলটের একটি ভৌতিক কমেডি শো ‘বু, সবকি ফাটেগি’-তে অভিনয়ের জন্য শুটিং করছিলাম। সেখানেই একটি নাচের দৃশ্য শুট হচ্ছিল। এসময় প্রযোজক আমাকে দেখে স্থীর থাকতে পারছিলেন না। আমাকে তার কাছে হট মনে হচ্ছিল। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, আর থাকতে না পেরে শেষমেষ কোরিওগ্রাফারকে দিয়ে বলে পাঠান, এই গানে কি তার পেটের ওপর ডিম ভাজতে পারেন?
আবেদনময়ী জানান, তখন তিনি প্রযোজকের কথায় সাড়া দেননি। তার দাবি, ওই প্রযোজক এতটাই নবিশ যে কাকে কী বলতে হয়, সেটুকুও তিনি জানেন না। আরকেটি বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে মল্লিকা বলেন, অপর আরেকজন প্রযোজক তাকে বলেছিলেন, আমি অন্য রকম কিছু করতে চাই। এই নাচের স্টেপে, আপনার কোমরে আমি রুটি সেঁকবো।মল্লিকা জানানা, এই সকল নানান কারণে ২০ থেকে ৩০টি ছবি ছেড়ে দিয়েছিলেন তিনি। তাতে তার কোনো খারাপ লাগা নেই। খবর: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।