স্পোর্টস ডেস্ক : অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে চলমান টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সেই ইস্যুতে যোগ দিতে গিয়ে বিসিবি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেন তিনিও।
প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের ‘উলঙ্গ’ করা হয় বলে মন্তব্য করেন মাশরাফি। শুধু তাই নয়, ২০১৭ সালে শ্রীলংকা সফরে গিয়ে আচমকা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটিও নাকি বাধ্য হয়ে দিয়েছেন বলে জানান নড়াইল এক্সপ্রেস।
সেই বিতর্কের সূত্র ধরে মাশরাফি এবার আর্জি জানিয়েছেন, তাকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে সেভাবে যেন বাকি ক্রিকেটারদের না দেওয়া হয়।