বিনোদন ডেস্ক : সন্তানসম্ভবা পরীমনি। বাবা হচ্ছেন শরিফুল রাজ। এই খবরে ভীষণ উচ্ছ্বসিত এই তারকা জুটি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে সন্তান ধারণের জন্য পরীমনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস লিখে শেয়ার করেছেন শরীফুল রাজ।
ফেসবুকে রাজ লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন প্রিয় জীবন! সর্বশক্তিমান এই সুন্দর সন্তানের মাধ্যমে আমাদের আশীর্বাদ দান করেছেন। তুমি একজন সাহসী নারী যে চ্যাম্পিয়নের মত সব কষ্ট সহ্য করে, আমি তোমার সাহসের তারিফ করি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের সন্তানকে এই সুন্দর গ্রহে নিয়ে আসার জন্য আমার প্রিয় স্ত্রীকে অনেক ধন্যবাদ।
একজন পুরুষের জন্য তার সুন্দরী স্ত্রীর পৃথিবীতে আরেকটি আদুরে অস্তিত্ব নিয়ে আসা দেখার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তোমাদের দুজনকেই জীবনের সেরাটা দেবার জন্য আজ আমি শপথ নিচ্ছি। আমার একটি হৃদয় দুজনের মাঝে সমানভাবে ভাগ হয়ে গিয়েছে!
আমাদের জীবনে এমন সুন্দর এক শিশুকে নিয়ে আসার জন্য কুর্নিশ জানাই প্রিয়। এটা আমাকে দেয়া তোমার সেরা উপহার এবং এজন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে! পরীমনি!
আমি সবসময়ে তোমার পাশে থাকবো। শুভকামনা আমার প্রজাপতি। বাবা হতে পেরে গর্বিত, তোমাকে নিয়ে গর্বিত। মনের গভীরে আমি খুশিতে নাচছি আমার ভালোবাসা। ‘
এর আগে রাজ-পরী সোমবার দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন, গেল অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। আর চলতি মাসেই নিশ্চিত হন যে তাদের ঘরে সন্তান আসছে।
শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।
এরপর গেল নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরো উস্কে দেয়। আর সোমবার (১০ জানুয়ারি) রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দিলেন এই তারকা দম্পতি। যার পর পরই তাদের বিয়ে ও পরীর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।
এদিকে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel