আমির খানের ‘পিকে’ সিনেমায় ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তবে এবার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন বলিউডের দুই সুপারস্টার।
অন্তত মঙ্গলবার পর্যন্ত সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট। তারপরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার।
ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘আমি এটা দীর্ঘদিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তা-ও একে অপরের বিরুদ্ধে।’
এরপরেই পোস্টারে আমির এবং রণবীরের ছবি দেখান আলিয়া। সেখানে দুই অভিনেতার নামের আদ্যক্ষর ব্যবহার করে লেখা, ‘একে ভার্সেস আরকে’। সঙ্গে লেখা, ‘বছরের সবচেয়ে বড় শত্রুতা।’
এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি।
অনুরাগীদের কাছে স্পষ্ট, তাহলে আমির এবং রণবীর একসঙ্গে নতুন কোনো ছবিতে জুটি বাঁধছেন। যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ।
তবে সূত্রের দাবি, সম্ভবত কোনও নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির এবং রণবীর। দুই অভিনেতাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। তাই আলিয়াই তাদের হয়ে প্রচারণাটা চালালেন।
আমির এবং রণবীর শেষ পর্যন্ত দর্শকের সামনে কীভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।
এই মুহূর্তে আমির তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জামিন পর’ ছবিটির মুক্তি নিয়ে ব্যস্ত। অন্যদিকে, সঞ্জয় লীলা বাসনালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।